সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার গুলিতে দুজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার আলী ও তার সমর্থকেরা মিরপুরের শিমুলিয়া বাজারে অবস্থানরত অবস্থায় স্বতন্ত্র এমপির সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় আওয়ামী লীগ নেতা আতাহার আলীর ছোড়া গুলিতে আহত হয় হাসেম গাজী ও রেজাউল হক নামে স্বতন্ত্র এমপির দুই সমর্থক। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহতদের পরিবারের দাবি, স্বতন্ত্র এমপি কামারুল আরিফিনের ভোট করার কারণেই এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। এর সাথে জড়িতদের বিচার চায় তারা।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, শনিবার সন্ধ্যার পর দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের মধ্যে হাশেম গাজী (৫৫) নামের রোগীর উন্নত চিকিৎসার জন্য জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, শনিবার সন্ধায় গুলিবর্ষণে দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতের ঘটনায় জড়িত সন্দেহে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতাহার আলী ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। বাকীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে তাদের।
এছাড়াও ঘটনাস্থলে নতুন করে উত্তেজনা ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় পুলিশ।
আরএ