সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালীর হাতিয়ার একটি পুকুরে ১০ কেজি ওজনের বিশাল একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে তা ৭০০ টাকা কেজি হিসেবে ৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) বুড়িরচর ইউনিয়নের হরেন্দ্র মার্কেট এলাকার কবির উদ্দিন তার নিজ পুকুর থেকে মাছটি জাল দিয়ে ধরেন।
জানা যায়, কবির উদ্দিন তার পুকুরে কোরালসহ বিভিন্ন মাছ চাষ করেন। শুক্রবার (১২ এপ্রিল) সকালে জাল ফেলে মাছ ধরতে গেলে তিনি ১০ কেজি ওজনের কোরাল পান। বিশাল কোরাল মাছটি দেখতে আশপাশের মানুষের ভিড় করে। পরে ৭০০ টাকা কেজি হিসেবে ৭ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
কবির উদ্দিন বলেন, আমি একজন হলুদ মরিচের ব্যবসায়ী। আমার নিজের পুকুরে কোরালসহ বিভিন্ন মাছ চাষ করেছি। আজ মাছ ধরতে গিয়ে দেখি বিশাল কোরাল। সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে। সুলভমূল্যে মাছটি ক্রয় করতে পেরে ক্রেতারা যেমন খুশি তেমনি আমিও মাছ পেয়ে খুশি।
বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়েছি কবির উদ্দিন তার পুকুরে বিশাল কোরাল পেয়েছেন। উপকূলীয় অঞ্চলে পুকুর ও ঘেরে কোরাল চাষীর সংখ্যা বাড়ছে। কেউ কেউ কার্প জাতীয় মাছের সঙ্গে শুরু করেছেন এটির চাষ। কোরাল মাছ চাষের মাধ্যমে ইতোমধ্যেই অনেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন।
এফএইচ