সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় পাহাড় দেখতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার লেংগুড়া ইউনিয়নের চেংগী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা কুমিল্লাপাড়া গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম হোসেন (১৮) ও হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে নবী হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সীমান্তে পাহাড় দেখতে মোটরসাইকেলে করে বের হন ওই তিনজন। উপজেলার নাজিরপুর থেকে চেংগী সীমান্তে যাওয়ার পথে চেংগী বাজারের কাছে তাদের মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হয়ে যায়। এসময় দ্রুতগতিতে থাকা মোটরসাইকেলটি পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ওই তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ ঘোষ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ