সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর। তবে ঈদের দিনসহ প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
সোমবার (৮ এপ্রিল) নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও লোড-আনলোডসহ সকল কার্যক্রম ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ৬ দিন বন্ধ থাকবে। ১৫ এপ্রিল থেকে স্থলবন্দরের সকল কার্যক্রম আবারও শুরু হবে। তবে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই ইমিগ্রেশন চেকপোস্ট ঈদের দিনও খোলা থাকবে।
মোস্তাফিজুর রহমান আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বন্ধ তিনদিন থাকলেও দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে নাকুগাঁও স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকবে।
আরএ