সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ধারণ ক্ষমতার চেয়ে অধিক যাত্রী বহনের অভিযোগে ভোলায় দুটি যাত্রীবাহী লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে ভোলার ইলিশা ঘাটে এ অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন জরিমানা আদায় করেন।
জরিমানার কবলে পড়া লঞ্চগুলো হলো, ঢাকা-ইলিশা রুটের দোয়েল পাখি-১ ও দোয়েল পাখি-১০। এদের মধ্যে দোয়েল পাখি-১ লঞ্চকে ২০ হাজার টাকা এবং দোয়েল পাখি-১০ লঞ্চকে ১০ হাজা টাকা জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন বলেন, লঞ্চ দুটি ধারণ ক্ষমতার অধিক যাত্রী পরিবহন করেছে। এছাড়াও লঞ্চের ফিটনেস, নিরাপত্তা সামগ্রী ও রুট পারমিটসহ অন্য কোনো ত্রুটি রয়েছে কিনা সেটি দেখতে এ অভিযান চালানো হয়।
অভিযান ঈদের পরবর্তী ১০ দিন পর্যন্ত চলবে বলেও জানান তিনি।
জেডএ