সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সোনালী ব্যাংক রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় র্যাব-১৫ এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পরে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বান্দরবানের পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দীনকে।
তিনি আরও বলেন, র্যাব বিভিন্ন প্রক্রিয়ায় কেএনএফের সঙ্গে মধ্যস্থতা করে তাকে উদ্ধার করে। পরে তাকে বান্দরবানে স্থানীয় র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে রুমা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম জানান, রুমার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিন ভালো আছেন, সুস্থ আছেন।
নিজামকে উদ্ধারে কোনো মুক্তিপণ দেওয়া হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, কিছুক্ষণের মধ্যে তাকে উদ্ধারের বিষয়ে প্রেস ব্রিফিং করা হবে।
তবে একটি সূত্র জানিয়েছে, অপহৃত ব্যাংক ম্যানেজারকে মুক্ত করতে কেএনএফ-এর দাবিকৃত ১৫ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের আগে কেএনএফ'র মনোনীত প্রতিনিধির কাছে এই টাকা হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন অপহৃতের পরিবার।
অপহৃত সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিনের পরিবারের এক সদস্য বলেন, টাকা পরিশোধের পরপরই কেএনএফ'র পক্ষে যোগাযোগকারীর মোবাইল নম্বরটি বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আবারও যোগাযোগ হয়। তখন কেএনএফ প্রতিনিধি বলেন, ম্যানেজার নেজাম উদ্দিন এখন নামাজ পড়ছেন। নামাজের পরপরই তাকে মুক্ত করা হতে পারে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে একদল বন্দুকধারী বান্দরবানের রুমা উপজেলা কমপ্লেক্সের মসজিদ ঘেরাও করে ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে তুলে নিয়ে যায় এবং ব্যাংকে তাণ্ডব চালায়।
পরদিন বুধবার (৩ এপ্রিল) বন্দুকধারীরা থানচি বাজার ঘেরাও করে সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখা তছনছ করে এবং ব্যাংকের কাউন্টার ও উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে ১৭ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ডিপি/