সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঈদযাত্রা ঘিরে সড়কের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নিয়েছে হাইওয়ে পুলিশ। সড়ক ব্যবস্থাপনায় বডি ক্যামেরা, সিসি ক্যামেরাসহ ড্রোনের মতো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে সাভারের সড়ক মহাসড়ক পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি।
এ সময় শাহাবুদ্দিন খান আরও বলেন, ঈদযাত্রায় মহাসড়কে বেশ কিছু অপরাধী চক্র তৎপর হয়ে ওঠে তাদের নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধীদের থেকে সকলকে সতর্ক থেকে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানান তিনি। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নজরদারি রাখার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
এছাড়া যাত্রী ও চালকদের সড়কের শৃঙ্খলা মেনে চলার অনুরোধ জানান তিনি।
এদিকে ঈদযাত্রায় যানজট এড়াতে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা পর্যন্ত অতিরিক্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া টকিং ড্রোনের মাধ্যমে সড়কের গুরুত্বপূর্ণ অংশ মনিটরিং ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।
এগুলো মনিটরিংয়ের জন্য বাইপাইল এলাকায় অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
এ সময় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে ঈদযাত্রায় যানজট এড়াতে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা পর্যন্ত অতিরিক্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এগুলো মনিটরিংয়ের জন্য বাইপাইল এলাকায় অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
জেবি