সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সিগঞ্জ সদরের নাহাপাড়া এলাকায় বসতঘরের পেছন থেকে ঝর্ণা বেগম (৪০) নামক এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে ওই গ্রামের মৃত মোহাম্মদ মহসিন মিয়ার স্ত্রী ও একই গ্রামের জয়নাল কাজীর মেয়ে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল থেকে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিহতের বসতঘরের পেছনে রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় তার স্বজনরা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, নিহত ঝর্ণা বেগমের স্বামী মহসিন মিয়া মারা যাওয়ার পর থেকেই ঝর্ণা বেগম তার স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিল। তার এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি স্বামীর বাড়িতে থাকতেন।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান জানান, ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে৷ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছেন তিনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি