সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুর দুটার দিকে উপজেলার চরমাদ্রাজ ইউনিয়ন মিয়াজানপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের সামাদ মাতাব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. স্বপনের ছেলে জুনাইদ (১০) এবং মো.হারুনের ছেলে আরাফাত (৯)। তারা সম্পর্কে খালাতো ভাই এবং মিয়াজানপুর দারুদ তাকুয়া কওমি মাদরাসার ছাত্র। তারা নানা বাড়িতে থেকে পড়াশোনা করতেন।
স্বজনরা জানান, বুধবার দুপুরে কাউকে না বলে দুই খালাতো ভাই একসঙ্গে পুকুরে গোসল করতে যায়। এ সময় স্বজনরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে পুকুরে খুঁজতে গিয়ে জুনাইদ ও আরাফাতকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই শিশুর পরিবারসহ এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবি