সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
‘কৃষি সম্মৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের শ্রীবরদীতে আউশ ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ হয়।
এ উপলক্ষে শ্রীবরদী উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন।
ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার হূমায়ুন দিলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ।
কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ুন দিলদার জানান, উপজেলায় ৫০০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে আউশ ধানের (উফশী) বীজ, রাসায়নিক সার ও এবং ১৪০ জন কৃষকের মধ্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়।
এ সময় গণমাধ্যমকর্মী, কৃষি অফিসের সংশ্লিষ্টসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
জেবি