সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খুলনার কে ডি ঘোষ রোডের একটি বইয়ের দোকানের গোডাউন থেকে রফিকুল ইসলাম মোল্লা নামের এক কর্মচারীর লাশ উদ্ধার করছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) রাতে ওই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে গোডাউনের ম্যানেজার শাহজাহানের সঙ্গে তার সবশেষ কথা হয়। দুই ঘণ্টা পর নামাজ শেষ করে তিনি রফিকুল ইসলামকে খুঁজে না পেয়ে রাত সাড়ে ১০টার দিকে দোকানের তৃতীয় তলায় গোডাউনের মধ্যে রক্তমাখা লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড হয়েছে। নিহতের শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। গলায় দড়ি বেঁধে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, পাঠক প্রিয় লাইব্রেরি নামের এই দোকানে ১০ বছর ধরে ডেলিভারিম্যানের কাজ করতেন নিহত রফিকুল ইসলাম। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।
আরএ