সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ এ কর্মসূচির আয়োজন করেন।
সংগঠনটির জেলা শাখার সহ-সভাপতি মুখলেছুর রহমান দুলাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা কমিটির সভাপতি মাহতাব হোসেন আরজু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের প্রায় সাড়ে ৭ কোটি শ্রমিকের বেতন-বোনাস নিয়ে প্রতিবছরই ঈদের আগে মালিকরা টালবাহানা করে। দেখা যায় বেতন-বোনাসের দাবিতে ঈদের দিনও শ্রমিকদের রাস্তায় অবস্থান করতে হয়। অনেক সেক্টরে ঈদের দিন সকালে নামকাওয়াস্তে বোনাস প্রদান করা হয়, যা দিয়ে তখন আর কেনাকাটা করার সময় থাকে না।
তারা আরও বলেন, শ্রমিকরা যখন বোনাস পায় না, তখন উৎসবের বদলে পরিবারগুলোতে মানবেতর পরিস্থিতি সৃষ্টি হয়। এ রকম পরিস্থিতি প্রতি বছর ঘটলেও সরকারের দায়িত্বশীল সংস্থাগুলো তেমন কার্যকর উদ্যোগ গ্রহণ করে না। তাই ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান জানান নেতৃবৃন্দ।
আরএ