সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বজলু মিয়া (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে মাওয়া সেনানিবাস চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বজলু মিয়ার বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে। তিনি মাওয়া সেনানিবাসের পেছনে সামাদ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মাওয়া সেনানিবাস চেকপোস্ট এলাকা অতিক্রম করার সময় বজলু মিয়া অসাবধানতাবশত ট্রেন লাইনে উঠে পড়ে। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসান উর রহমান জানান, ট্রেন আসার সময় অসাবধানতাশত ট্রেন লাইনে উঠে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ মাওয়া রেলওয়ে স্টেশনে রেল পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
আরএ