সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেনের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
রোববার (৩১ মার্চ) দুপুরে হাটলক্ষীগঞ্জবাসীর আয়োজনে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান সড়কের সামনের ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, বর্তমান কাউন্সিলর মকবুল হোসেন ও তার ভাই মনির, আনোয়ার, দেলোয়ার ভয়ভীতি প্রদর্শন, অত্যাচার ও জোড়পূর্বক বাড়িঘর, দোকান ও জমি দখল করে আসছেন। এলাকার নিরীহ মানুষ তাদের জিম্মি থেকে বাঁচতে এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধের দাবি জানান তারা।
এ সময় মানবন্ধনে উপস্থিত ছিলেন- ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা মো. সোহেল, মো. শাহ আলম, বাংলাদেশ নৌযান শ্রমীক ও কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক ইসলাম, মনির হোসেনসহ শতাধিক নারীপুরুষ।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন জানান, এই অভিযোগ মিথ্যা। এ রকম ঘটনার সঙ্গে আমি জড়িত নই।