সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টাঙ্গাইলের বাসাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন মো. শাহরুখ খান। গতকাল বুধবার (২০ মার্চ) তিনি জেলা প্রশাসকের অফিসে যোগদান করেন।
এর আগে, তিনি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, মো. শাহরুখ খান ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি রংপুর জেলার সদর উপজেলার স্থায়ী বাসিন্দা।
এদিকে বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত ইউএনও শাহরুখ খান।
এ সময় বাসাইল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে মো. শাহরুখ খান উপজেলার বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
ডিপি/