দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামের কর্ণফুলীতে অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার মিলে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের উপপরিচালক আবদুল মালেক বলেন, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে আরও ৬টি ইউনিট যুক্ত করা হয়।
তিনি আরও জানান, ভবনটিতে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ায় অগ্নিনির্বাপকদের কাজ করা কঠিন হয়ে পড়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রামের কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশন, লামা বাজার, আগ্রাবাদ, চন্দনপুরা স্টেশনের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।
কারখানা সুত্রে জানা যায়, গোডাউনে ব্রাজিল থেকে আমদানি করা ১ লাখ টন চিনির কাঁচামাল ছিল, যার পুড়ে গেছে। ঘটনাস্থলে কর্ণফুলী থানা-পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।