সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিভিন্ন অনিয়মের কারণে মানিকগঞ্জের তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান।
রোববার (৩ মার্চ) দুপুরের দিকে বাসস্ট্যান্ড এলাকায় সিভিল সার্জনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মা ও শিশু, প্রাইম জেনারেল এবং ফিরোজা জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ সময় সদর উপজেলার স্বস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (টিবি ও লেপ্রসি) ডা. লুৎফর আমীন উপস্থিত ছিলেন।
অভিযানে বন্ধ করে দেওয়া হাসপাতালগুলোতে নিয়মিত ডিউটি ডাক্তার, প্রশিক্ষত নার্স, টেকনোলোজিস্ট টেকনিশিয়াসহ দক্ষ জনবল না থাকা ও আরও নানা অনিয়মের অভিযোগে এই তিনটি হাসপাতালের সমস্ত কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান বলেন, নিয়মনীতি ছাড়াই হাসপাতালের কার্যক্রম পরিচালনা দায়ে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।