সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ৫ বছরের শিশুকের ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. লাভলু শেখ (৪০) নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।
রোববার (৩ মার্চ) বিকেলে উপজেলার ব্রাহ্মনকাঠি গ্রাম থেকে ওই ভ্যানচালককে আটক করা হয়। আটক মো. লাভলু শেখ ব্রাহ্মনকাঠি গ্রামের শেখ আইনুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রোববার দুপুর ১টার দিকে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মো. লাভলু শেখ। কান্নার শব্দ শুনে শিশুর মা দৌড়ে আসলে পালিয়ে যায় লাভলু। পরে স্থানীয়রা লাভলুকে আটক করে ৯৯৯ এ ফোন দেয়।
মোরেলগঞ্জ উপজেলার সেলিমাবাদ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাবন উদ্দিন বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ভ্যান চালক মো. লাভলু শেখকে আটক করি। আটক লাভলুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরএ