সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটির রাজস্থলী উপজেলায় অতিরিক্ত মদ্যপানের পর নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিন্টু চরণ দে (৪৬) নামে এক ব্যক্তি। শুক্রবার (১ মার্চ) চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভিমাছড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। মিন্টু চরণ দে (৪৬) একজন দিনমজুর।
ভিমাছড়া এলাকার স্থানীয় বাসিন্দা ছোটন দাশ জানান, মিন্টু চরণ দে অতিরিক্ত মদ্যপানে আসক্ত ছিলেন। এই কারণে পরিবারের সঙ্গে সব সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। তাই অতিরিক্ত মদ্য পান করেই গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদোমং মারমা জানান, শুক্রবার এই ঘটনা ঘটেছে। আমি খবর পেয়ে চন্দ্রঘোনা থানাকে অবগত করি। তিনি অতিরিক্ত মদ্যপান করতো।
সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মেহেদী হোসেন বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ব্যতিত লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এফএইচ