সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পাঁচটি গ্রামে চলতি বোরো আবাদে নকল বীজের কারণে প্রায় ২ শত একর জমির চারা পাঁচে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের দাবিতে সরকারের বিভিন্ন দপ্তরের স্মারকলিপি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা চেয়ারম্যানের বরাবর ওই স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ কৃষক সমিতির শেরপুর জেলা শাখার আহ্বায়ক সোলায়মান আহমেদের নেতৃত্বে এ সময় ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধশত কৃষক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ৫টি গ্রামের প্রায় ২০০ একর জমির বোরো চারায় পচন ধরেছে। ফলে এ চারা থেকে কোনো ধান পাওয়া সম্ভাবনা না থাকায় কৃষকরা হতাশ হয়ে পড়েছে।
ভুক্তভোগী কৃষকরা জানায়, তারা আশপাশের দোকান থেকে ইস্পাহানী কোম্পানির ব্রি ধান-২৯ এর ধানের বীজ নিয়ে এসব জমিতে চারা উৎপাদন করা হয়েছিল।
কিন্তু আশপাশের জমিতে অন্য জাতের ধানের চারাগুলো বর্ধনশীল হলেও ব্রী ধান-২৯ জাতের চারাগুলোর বর্জনশীল না হয়ে গোড়ায় পচন ও পাতা হলুদ হয়ে মরে যাচ্ছে।
কৃষকদের দেওয়া অভিযোগ ও স্মারকলিপি পেয়ে সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানায়, বিষয়টি তিনিও অবগত রয়েছেন। আমি সংশ্লিষ্ট সকল দপ্তরে এবং উল্লিখিত বিষ কোম্পানিকে অবহিত করে কৃষকদের ক্ষতিপূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
জেবি