সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জয়পুরহাট জেনারেল হাসপাতালের বর্হিবিভাগের মেডিকেল অফিসার ডাক্তার জাকা কাইফের ২৩৩ রুমে সিরিয়াল ভেঙে প্রবেশ করে এক রোগী ও তার ছেলে ডাক্তার ও তার সহকারীকে ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে রুমের চেয়ার ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালে এ ঘটনাটি ঘটে।
তৎক্ষণিক ডাক্তার রুম ত্যাগ করে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে গিয়ে বিষয়টি জানায়। তত্ত্বাবধায়ক ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন।
হাসপাতালের অন্যান্য স্টাফ ও সেবা প্রার্থীরা তাদের আটক করে জয়পুরহাট থানা পুলিশে সোপর্দ করে।
হামলাকারীরা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার বানদিঘী গ্রামের জুয়েল আকন্দ (২৪) ও তার বাবা জসিম উদ্দিন আকন্দ (৫০)
২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, ঘটনার খবর শুনেই সঙ্গে সঙ্গেই ওই ডাক্তারের রুমে গিয়ে পুলিশকে খবর দেই। পুলিশ এসেই তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে বাবা-ছেলে দুজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
জেবি