সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজশাহীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলিসহ মো. আজিবুল (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি রাজশাহীর বেলপুকুর থানার জামিরা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে র্যাবের রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জেলার বাঘা উপজেলার হেলালপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ আজিবুলকে আটক করে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
মুনীম ফেরদৌস বলেন, অস্ত্রসহ এক ব্যক্তির অবস্থান নেওয়ার খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযানে যান। এ সময় র্যাব সদস্যদের দেখেই আজিবুল পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা তল্লাশি করলে তার কাছে অস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
জেবি