সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
'স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার' এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে পৌরসভার চত্বরে র্যালি শেষে পৌরসভার হলরুমে আলোচনা সভায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ।
এ সময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পৌরসভার বিভিন্ন দপ্তরগুলো পরিদর্শন করেন মেয়র আনিছুর।
নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, দিবসটি পালনের মাধ্যমে জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়বে এবং স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মিলবন্ধন আরও দৃঢ় হবে। সেবাপ্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত।
স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সঙ্গে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
জেবি