সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার বারহাট্টায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার পাটলী এলাকায় মোহনগঞ্জ-নেত্রকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঠাকুরাকোনা থেকে একটি মাইক্রোবাস বিয়ের বরযাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশে রওনা দেয়।
অপদিকে মোহনগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথে বারহাট্টা উপজেলার পাটলী এলাকায় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসের দুজন ও সিএনজি অটোরিকশার তিনজনসহ মোট পাঁচজন যাত্রী আহত হন। তবে কেউই গুরুতর আহত হননি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়, তবে মাইক্রোবাসটি সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিপি/