সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শ্বশুরের জন্য কাফনের কাপড় কিনতে গিয়ে পা পিছলে পড়ে জামাই রবিউল ইসলাম শেখ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রবিউল শেখ (৩২) জেলার নাজিরপুর উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত জালাল শেখের পুত্র।
নিহতের মা মালেকা বেগম জানান, বুধবার দুপুরে রবিউলের শ্বশুর ফজর আলী মারা যায়। এ খবর শুনে তার ছেলে রবিউল শ্বশুরের জন্য দাফনের কাপড় কিনতে বিকেলে স্থানীয় বাজারে যায়। দাফনের কাপড় কিনে ফিরে আসার সময় রবিউল রাস্তায় হঠাৎ করে পা পিছলে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা জানান, রবিউলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার জানান, শ্বশুরের কাফনের কাপড় নিয়ে ফেরার পথে পা পিছলে পড়ে রবিউল ইসলাম শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এফএইচ