সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরে সিএনজিতে ট্রাকের ধাক্কায় খোরশেদ (৪০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের খোরশেদ ঝিনাইগাতী উপজেলার কাংসা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে।
ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি ও আহতদেরকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গা থেকে একটি ট্রাক ঝিনাইগাতী থেকে শেরপুরের দিকে যাওয়ার সময় তেঁতুলতলা বাজারে বিপরীত দিক থেকে আসা সিএনজি হুইলারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ব্যবসায়ী খোরশেদ নিহত হয়। এসময় সিএনজি চালক বিল্লাল ও আব্দুল কাদের নামে এক পথচারী গুরুত্বর আহত হয়। পুলিশ মরদেহ মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কে