সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বগুড়ায় ‘স্বর্ণগ্রাম’ এর উদ্যোগে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সদরের সাবগ্রাম দক্ষিণপাড়ায় দরিদ্র ও অসহায় প্রায় ৩ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে ভালোমানের চাদর বিতরণ করা হয়েছে।
স্বর্ণগ্রামের প্রতিষ্ঠাতা অভিরাম রায়ের পৃষ্ঠপোষকতায় এবং ব্যাডস মানসিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. আকতারুজ্জামান সরকার মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সকলের হাতে এই শীতবস্ত্র তুলে দেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে সারাবিশ্বের মধ্যে উন্নয়নের রোলমডেল হিসেবে গড়ে তুলেছে। তিনি দেশের অবকাঠামোগত উন্নয়ন সাধনের পাশাপাশি তৃণমূলে পৌঁছে দিয়েছেন সরকারি সকল গুরুত্বপূর্ণ সেবা যা বাস্তবায়নে তারা মাঠে কাজ করছেন।
কিন্তু এই অগ্রযাত্রায় সমাজের সকলের সন্মিলিত অংশগ্রহণ প্রয়োজন সেখানে অত্র এলাকায় সুদীর্ঘ সময় ধরে অভিরায় রায় ও স্বর্ণগ্রামের সকলের মানবিক কার্যক্রমের তিনি ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
স্বর্ণগ্রামের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক মুনজুর আহমেদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম ও সহ-সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুর আলম সরকার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সালেহ নয়ন এবং দেশ টিভি ও দৈনিক চাঁদনী বাজারের রিপোর্টার সঞ্জু রায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বর্ণগ্রাম সংগঠনের উপদেষ্টা বিজয় রায়, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক লক্ষণ রায় প্রমুখ।
জেবি