সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বর্তমান সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবি বাস্তবায়নে বরিশালে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে বরিশাল মহানগর বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকসহ বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নগরীর সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ ও চকবাজারসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করে তারা।
এ সময় সরকারে পদত্যাগ, বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বাংলাদেশ-ভারত ও মিয়ানমার সীমান্তে হত্যার প্রতিবাদ জানান তারা। নেতৃবৃন্দরা জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করে সরকার পতনের কথা জানান।
এদিকে বিএনপির কর্মসূচিকে ঘিরে সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জেবি