সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক মহিদুল ইসলাম মন্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় চৌগাছায় গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
জানা গেছে, সাংবাদিক মন্টু অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা। দুটি সংগঠনের কয়েকদফা নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। যশোর প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের সাবেক যশোর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। বর্তমান সরকার প্রথমবার ক্ষমতায় আসার পর মেধাবী এ সাংবাদিককে বিটিভি থেকে চাকরিচ্যুত করেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী এক বিবৃতিতে সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর ইন্তেকালে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আরএ