সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। গোলাগুলির আতঙ্কে ঘর ছাড়া মানুষ ফিরতে শুরু করেছে নিজ গ্রামে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, সোমবার (১২ ফেব্রুয়ারি) মিয়ানমারে চলমান সংঘাতের জেরে সীমান্তের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে স্থানীয় প্রশাসন। এদিন দুপুরে ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা। নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তারা।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, আমরা প্রথমে বান্দরবান সীমান্ত এলাকা পরিদর্শন করেছি। তবে আমরা এখানে কোনো সমস্যা দেখতে পাইনি। আমার মনে হচ্ছে যে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। তবে গোলাগুলির শব্দও মাঝে মধ্যে শোনা যায়।
জেডএ