সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলার তাজমহলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি।
এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কাজল চন্দ্র পাল, জনসেবা ফাউন্ডেশনের সভাপতি সিরাজউদ্দৌলা উজ্জ্বল ভূঁইয়া প্রমুখ। পরে এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আহসান উল্লাহ মনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা পরীক্ষার দিন মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো কলেজে ভর্তি হয়ে নিজের ও পরিবারের বাবা-মা এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করে যাব। এসময় তিনি শিক্ষার উন্নয়নের জন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বিদ্যালয়ে সব শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ২০২৪ সালের বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আরএ