সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার বেসরকারি নির্বাচিত হয়েছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিসার মো. গোলাম মাওলা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ আসনের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নৌকার বিজয়ী প্রার্থী শহীদুজ্জামান সরকার পেয়েছেন এক লাখ ১২ হাজার ৬৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এইচ এম আক্তারুজ্জামান ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪৮৩ ভোট।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭০৮ ভোট। অন্য স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীকে ভোট পেয়েছেন এক হাজার ৩৮৬ ভোট।
রির্টানিং কর্মকর্তা আরও জানান, এই আসনে মোট ভোটারের ৫৩ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়েছে।
গত ৭ জানুয়ারি নওগাঁ-২ আসনে জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ভোটের আগে ওই আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোট প্রক্রিয়া বাতিল করে পরে নতুন করে তফসিল দেয় নির্বাচন কমিশন।
এফএইচ