সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয়ের চাঁদমারী মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
তিনি বলেন, এটি ভাষার মাস। ১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের রায় বাংলায় লেখা হয়েছে। আমার খুব ভালো লেগেছে। এই মাসটিকে ভুলে গেলে চলবে না। তিনি বলেন, ভিজে স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে। এই মাঠটিও ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠ থেকে বহু নামি দামি খেলোয়ার বের হয়েছে।
সুস্থ সবল সুন্দর মন ও স্বাস্থ্যের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে পৃথিবীব্যাপী নাম করা যায়। আজকে খেলাধুলার কারণে মেসি, পেলেকে চিনি।
যারা বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছো তাদের অভিনন্দন। যারা পুরস্কার পাওনি তারা আগামীতে আরও ভালো করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল-আরা চৌধুরী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জেবি