সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা গ্রামে ককটেল বিস্ফোরণে একজন ভাঙাড়ি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত ৮ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটলেও জানা যায় রোববার ১১ ফেব্রুয়ারি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজনীন বেগমের ভাসুর বাবর খন্দকারের বাড়ি থেকে ভাঙাড়ি ব্যবসায়ীরা টিন সদৃশ্য কৌটা ও পরিত্যক্ত টায়ার ক্রয় করে। এরপর ভাঙাড়ি ব্যবসায়ী ওই বাড়ি থেকে কিছু দূরে গিয়ে ওই ক্রয়কৃত মালামাল বাছাই করার সময় ভাঙাড়ি ব্যবসায়ী নজরুল শেখের হাতে জর্দার কৌটা সাদৃশ্য বস্তু বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়।
আহত নজরুলকে তার ভ্যানচালক লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসা শেষে আহত নজরুল বর্তমানে নিজ বাড়ি লাহুড়িয়ায় অবস্থান করছেন।
সূত্রে জানা গেছে আহত নজরুল শেখ (৫০) লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের মো. আয়েন উদ্দিন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাঙাড়ি ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিল।
আহত নজরুলের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যানের শাশুড়ি নাজমীন খন্দকারের কাছ থেকে ৩৪৯ টাকার টিন, কৌটা ও পুরাতন টায়ার কিনে কিছু দূরে যেয়ে ওই ক্রয়কৃত মালামাল বাছাই করছিলাম। জর্দার কৌটাটি লোহার বাটখারা দিয়ে আঘাত করলে সঙ্গে সঙ্গে আমার হাতে বিস্ফোরিত হলে আমি গুরুতর আহত হই।
ওই ইউনিয়নের সাবেক মহিলা মেম্বর রেহেনা বেগম বলেন, শব্দ শুনে রাস্তা এসে দেখি লোকটি বোমা বিস্ফোণে আহত হয়েছে। আমি ও তার সহযোগীকে আহত ব্যক্তিকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেই।
লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমিনের ভাসুর বাবর খন্দকারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। তবে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। কিভাবে ঘটেছে তা আমি বলতে পারি না।
লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমিন বেগমের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি চেয়ারম্যান হওয়ার পর থেকেই লোহাগড়ায় ভাড়া বাসায় বসবাস করি। সাবেক মহিলা মেম্বার রেহেনার বাড়ির সামনে বোমা সাদৃশ্য টিনের কৌটা বিষ্ফোরিত হয়েছে বলে জানতে পারি। ঘটনা জানার পর আমি লোহাগড়া থানাকে অবগত করি।
এলাকার সাধারণ মানুষের ধারণা, ককটেল বিস্ফোরণের ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। পুলিশকে ম্যানেজ করা হয়েছে। সংঘাতের জন্য এসব ককটেল এলাকায় আনা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু কাউকে সনাক্ত করা সম্ভব হয় নাই।
জেবি