সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীর পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রি পিসসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ।
রোববার (১১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেছে।
এর আগে শাড়িগুলো গণনা শেষে পরশুরাম থানা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
এর মধ্যে ২৫টি বাণ্ডিলে ১৭৬৬ পিস শাড়ি, ৯ বাণ্ডিলটি ৫২৪ পিস থ্রিপিস ও দুটি বান্ডিলে ১৮৯ পিছ বেবী থ্রি পিসসহ মোট ২৪৭৯ পিস কাপড় আটক করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ওই উপজেলার কোলাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়,পরশুরাম থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই স্থানে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি কাপড়সহ কাভার্ডভ্যানটি আটক করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একটি কাভার্ডভ্যান ভারতীয় পণ্য নিয়ে ফেনী শহরের দিকে পালিয়ে যায়।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে বড় একটি সিন্ডিকেট ভারত থেকে চোরাই পথে লাখ লাখ টাকা ভারতীয় কাপড়, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য দেশে এনে ফেনীসহ রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম নিয়ে যান।
স্থানীয়রা জানায়, এসব চোরাকারবারিরা ইতোপূর্বেও এ কাজে পিকআপ গাড়ি ব্যবহার করতো। বর্তমানে নিরাপদ পরিবহন হিসেবে কাভার্ডভ্যানকে বেছে নিয়েছে।
তাদের দাবি, এ উপজেলার সীমান্তবর্তী ১০টি এলাকা দিয়ে অবৈধভাবে প্রতিদিন মাদক, শাড়ি কাপড়, চিনি, পেঁয়াজ, যৌন উত্তেজক ওষুধ টায়ারসহ বিপুল পরিমান ভারতীয় পণ্য দেশে ঢুকছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত শাড়ি, থ্রি পিসসহ কাভার্ডভ্যানটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
জেবি