সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লক্ষ্মীপুরের কমলনগরে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে থেকে চুরি হওয়ার চারদিন পর মায়ের কোলে ফিরল ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহি।
রোববার (১১ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার হাজিরহাট মিয়াপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে কমলনগর থানায় মা মরিয়মের কাছে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে হস্তান্তর করা হয়। শিশু ওহিকে পেয়ে কোলে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা মরিয়ম। আনন্দে আত্মহারা হয়ে পড়েন গোটা পরিবার।
শিশু মালিহার মা মরিয়ম বেগম বলেন, রোববার সাড়ে ১২টার আগ পর্যন্ত আমরা থানায় ছিলাম। সেখান থেকে বাড়ি আসার ১০ মিনিটের মাথায় থানা থেকে আমাদের কাছে ফোন আসে। থানায় গিয়ে আমার মেয়েকে দেখতে পাই। পরে পুলিশ আমার কাছে মালিহাকে ফিরিয়ে দেয়।
তিনি আরও বলেন, চারদিন পর মেয়ে আমার কোলে ফিরেছে। এতে আমার বুকটা ভরে গেছে। চুরির সঙ্গে যে নারী জড়িত তাকে যেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। আমি তার বিচার দাবি করছি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তওহিদুল ইসলাম বলেন, চুরি হওয়া ৯ মাস বয়সী ওহিকে হাজিরহাট কলেজের সামনে রেখে যায় চোরচক্র। রোববার রাতে খবর পেয়ে থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার দুপুরে তোরাবগঞ্জ অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস থেকে চুরি হয় শিশু ওহি। বোরকা পরিহিত অচেনা এক নারী তাকে নিয়ে যায়।
আরএ