সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গা যুবউন্নয়ন অধিদপ্তরের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আলামিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে স্থানীয়রা আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বেলা ১১টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত আলামিন জেলা শহরের নূরনগর কলোনী পাড়া আব্দুল হালিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলামিন দ্রুত গতিতে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে চুয়াডাঙ্গা-ঝিনাদহ সড়কের জাফরপুর অভিমুখে যাচ্ছিল। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার এসআই শাহাবুল আলম।
কে