সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরের শ্রীবরদী পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে শ্রীবরদী পৌরসভার নয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেছেন।
আনিসুজ্জামান খোকন তাতীহাটি নয়াপাড়া গ্রামের মৃত আরশাফ আলী মেম্বারের ছেলে ও শ্রীবরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর। তার বিরুদ্ধে পুলিশের দায়ের করা একাধিক নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এদিকে শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল বলেন, মিথ্যা মামলায় কাউন্সিলর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নিঃশর্ত মুক্তির দাবি করেছি।
ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, কাউন্সিলর খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিস্ফোরক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরএ