সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীর পরশুরামে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে ৩ মাদক কারবারিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহযোগিতায় স্থানীয় বাউরখুমা, একাডেমি রোড়, উত্তর কোলাপাড়া, বিলোনীয়া, সুবারবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- পরশুরাম উপজেলার বাউরখুমা এলাকার তালুকদার পাড়ার নাসির উদ্দীন স্বপনের ছেলে সাগর প্রকাশ বাবু, বজল রহমানের ছেলে মিজানুর রহমান ও অনন্তপুর একাডেমি সড়কের জামাল উদ্দিনের ছেলে মো. নুর ইসলাম।
তাদের মধ্যে বাবুর কাছ থেকে ৩ বোতল বিয়ার, ২ বোতল ৭৫০ এমএল বিলেতি মদ ও মিজানের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং নুর ইসলামের কাছ থেকে ৫০০ এমএল মদ উদ্ধার করা হয়।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক উদ্ধারের ঘটনায় তাদের ৩ জনের নামে মামলা দায়ের করে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
আরএ