সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বগুড়া জেলা কারাগারের টয়লেট থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় ইকবাল হোসেন (২৫) নামে ধর্ষণ মামলার এক হাজতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ তার ঝুলন্ত দেহ উদ্ধারের পর শজিমেকেও পাঠান সেখানে চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
মৃত ইকবাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা ও পেশায় দিনমজুর ছিলেন।
বগুড়া জেলা কারাগারের সুপার আনোয়ার হোসেন জানান, জেলার সোনাতলা উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হন ইকবাল। গত ৪ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। শনিবার সন্ধ্যার দিকে টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শজিমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আলামত থেকে প্রাথমিকভাবে মনে হয়েছে, ইকবাল আত্মহত্যা করেছেন।
জেবি