সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিংগাপুর প্রবাসী রাজীব শেখ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় তার ছোট ভাই রানা শেখ (২৫) মারাত্মক আহত হন। তাকে আশঙ্কাজনকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত ১০ দিন আগে রাজিব শেখ দেশের বাড়িতে আসে।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারীর খন্দকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও মারাত্মক আহত রানা শেখ একই উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামের জব্বার শেখের ছেলে। দুই ভাই বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মুকসুদপুর উপজেলা সদরে যাচ্ছিলেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মুকসুদপুর থেকে বরইতলাগামী আরাফাত এন্টারপ্রাইজের একটি লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেল ও বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়লে ঘটনাস্থলে বড় ভাই রাজীব শেখ নিহত হয়। এতে মোটরসাইকেল আরোহী রানা শেখসহ অন্তত ১৬ জন বাসযাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে য়ায়। মারাত্মক আহত রানা শেখকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
জেবি