সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝিনাইদহে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি মাহমুদ হাসান সুমনকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন বিষয়খালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১৭ সালে অস্ত্রসহ সদর উপজেলার বিষয়খালী এলাকার মাহমুদ হাসান সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই মামলায় সম্প্রতি ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক ২টি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। মামলার রায়ের পর থেকেই পলাতক ছিল সুমন।
ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
জেবি