সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সিগঞ্জে দীর্ঘ ১৯ মাস বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আউটসোর্সিং স্বাস্থ্য কর্মীরা মানববন্ধন কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে মুন্সিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শতাধিক আউটসোর্সিং স্বাস্থ্যকর্মীরা ওই কর্মসূচি পালন করে।
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেন প্রায় ১৯ মাস ধরে তাদের বেতন-ভাতা দেন না কর্তৃপক্ষ। এ কারণে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান তারা।
জেবি