সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতে কাজ দেওয়ার কথা বলে তিন তরুণীকে গত ৭ ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুরের সীমান্তবর্তী যাদবপুর ইউনিয়নের জলুলী গ্রামে নিয়ে আসেন মুন্নী নামের এক নারী। সেখানে একটি বাড়িতে তিন দিন ধরে বন্দি রাখা হয় তাদের।
এই তথ্য জানিয়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ২টায় একজন তরুণী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান। তিনি জানান তার বয়স ২৫ বছর। তার সঙ্গে থাকা অন্য দুজনের বয়স ২২ এবং ৪০ বছর।
তিনি আরও জানান, যেকোনো সময় তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হতে পারে তাই তিনি দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানান।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মমিনুর রহমান। কনস্টেবল মমিন তাৎক্ষণিকভাবে ঝিনাইদহের মহেশপুর থানায় তাদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। পরবর্তীতে ৯৯৯ পুলিশ ডেসপাচার এসআই মো. মহিউদ্দিন মুন্না কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।
সংবাদ পেয়ে মহেশপুর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নারী তিনজনকে তাদের অভিবাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা ঢাকার ডেমারায় থাকেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব জানান ৯৯৯ এ কল পাবার পর গভীর রাতেই আমরা নারী তিনজনকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করি। তবে যে বাড়িতে নারী তিনজন অবস্থান করছিলেন সেই বাড়ির লোকজন অবৈধ অনুপ্রবেশ চক্রের সঙ্গে জড়িত কিনা সেটা নিশ্চিৎ করতে পারেননি।
জেবি