সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা দুজনেই পেশায় মাংস ব্যবসায়ী বলে জানা গেছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর দুটার দিকে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বাথুলি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. জিয়াউর রহমান (৪০) ও জানিব আলি (৫০)। তারা ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, দুপুরের দিকে মানিকগঞ্জের একটি গরুর হাট থেকে মোটরসাইকেলে করে জয়পুরার দিকে যাচ্ছিল নিহত দুজন। এ সময় বাথুলি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জগামী একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় দুই আরোহী।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেবি