সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেড ইউনিয়নভুক্ত সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির ৭ জন শ্রমিককে র্যাব কর্তৃক আটক, মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে কাউতলী পুরাতন ব্রিজ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংগঠনের বিপুলসংখ্যক মালিক ও শ্রমিক অংশগ্রহণ করেন।
এতে জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি অ্যাডভোকেট কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশা, সংগঠনের সাধারণ সম্পাদক ক্বারী মো. আব্দুল্লাহ, জেলা সিএনজি মালিক সমিতির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাহার চৌধুরী, জেলা সিএনজি মালিক সমিতির কার্যকরী সাধারণ সম্পাদক মো. কুদ্দুস মিয়া, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেফজুল কবির ও সাধারণ সম্পাদক স্বপন মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মালিক শ্রমিকের কল্যাণের স্বার্থে দায়িত্বে নিয়োজিত শ্রমিকরা সিএনজি অটোরিকশা থেকে ২০ টাকা করে নিয়ে থাকে। বিষয়টিকে চাঁদাবাজি উল্লেখ করে ৭ শ্রমিককে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা দুঃখজনক। আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারসহ গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে জেলার সকল রুটে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রাখা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
জেবি