সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
একজন সাবেক এমপির শুল্কমুক্ত পাজেরো জিপ থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ-০২-২৯১৫। এ ঘটনায় সন্দেহভাজন আসামি সুজন হোসেনকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। আসামি সুজন চাদপুর জেলার এখলাছপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
রোববার দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান র্যাব-১২ অধিনায়ক মারুফ হাসান বিপিএম পিপিএম।
তিনি জানান, সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর মহাসড়কে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে একটি পাজেরো জিপ গাড়িকে সংকেত দিয়ে থামানো হয়। জিপ গাড়িটির চালক সুজন হোসেনকে জিজ্ঞাসাবাদ করার পর পাজেরো গাড়ির পেছনে তেলের ট্যাংকির ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর যাচাই বাছাইয়ে দেখা যায় গাড়িটি প্রয়াত সাবেক এক এমপির।
এ সময় আসামির কাছ থেকে ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং মাদক ক্রয়-বিক্রয়ের পাচ হাজার ২৩২ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-১২ অতিরিক্ত পুলিশ সুপার গোলাম ফারুক, অপস অফিসার উসমান গনিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি