সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সবুজ আলী (৩৬) নামে এক ইটভাটার শ্রমিককে পায়ে শিকল বেঁধে নির্যাতনের পাঁচদিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইটভাটার মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।
সবুজ আলী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার আবজাল হোসেনের ছেলে। সে পেশায় ইটভাটা শ্রমিক।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার ছানিয়ানতলা গ্রামের আব্দুল গণির ছেলে ইটভাটার মালিক খাইরুল আলম রাসেল ও ম্যানেজার আসাদুল্লাহ মিয়া।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে তোলা হলে বিচারক সিফাত উল্লাহ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মগটুলা ইউনিয়নের নব্বইয়ের বাজার সংলগ্ন আব্দুল গনি ব্রিকস ফ্যাক্টরি থেকে ওই শ্রমিককে উদ্ধার করা হয়।
এই ঘটনায় সবুজ আলীর বাবা আবজাল হোসেন তিনজনের নাম ও অজ্ঞাতনামা আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন। পরে ওইদিন রাতেই অভিযান চালিয়ে ইটভাটার মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, সবুজ আলী ইটভাটার কাজ করার জন্য ৪০ দিন আগে নিজ বাড়ি থেকে একই এলাকার ইটভাটার সর্দার আনসার আলীর নেতৃত্বে ১৮ জনের একটি দল ঈশ্বরগঞ্জের তরফ পাছাইল এজিবি (আব্দুল গণি ব্রিকস) কাজ করার জন্য আসেন। সর্দার আনসার আলী এজিবি (আব্দুল গণি ব্রিকস) এর মালিক খাইরুল আলম রাসেলের সাথে ৩ লাখ টাকা চুক্তি করেন। চুক্তির ৩ লাখ টাকা নিয়ে গত ৫ ফেব্রুয়ারি সবুজ আলীকে ইটভাটায় রেখে সর্দার আনসার আলী অন্য শ্রমিকদের নিয়ে ইটভাটার কাউকে কিছু না বলে পালিয়ে যায়। এই ঘটনার জেরে ইটভাটার মালিক সবুজ আলীকে ম্যানেজারের রুমে শিকলে বেঁধে নির্যাতন করেন। পরে পুলিশ স্থানীয়দের কাছে খবর পেয়ে ইটভাটায় অভিযান চালিয়ে সবুজ আলীকে উদ্ধার করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আহত সবুজ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এটি একটি অমানবিক ঘটনা। শিশুশ্রম নিরসনের পাশাপাশি বিভিন্ন অপরাধ দমনে ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হবে।
কে