সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাইক্রোবাস চাপায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা নাকাইহাট ভায়া সড়কের ধর্মপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ধর্মপুর বাজারে কয়েকজন জেলে মাছ বিক্রি করছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বিক্রেতাসহ কয়েকজনকে চাপা দেয়। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক প্রতাব চন্দ্র দাস (২৬) ও হরেন চন্দ্র দাস (৪৫) নামের ২ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা একই উপজেলার উত্তর ধর্মপুর গ্রামের বাসিন্দা। তারা ২ জনই মাছ বিক্রেতা, সম্পর্কে চাচাতো ভাই। আহতরা হলেন, আইজাল সরদার (৬৭) তোহা (৫৫). আজাদুল (৪৫) বিজেন চন্দ্র (৩৮) আশরাফ সরকার (৬৫)।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম শাহ। তিনি বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি রেখে চালক পালিয়ে যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এও