দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জীবিত অবস্থায় নিজের দৃষ্টিনন্দন সমাধি নির্মাণ করেছেন বাগেরহাটের চিতলমারীর অ্যাডভোকেট প্রতাপ মণ্ডল। উপজেলার গরীপুর গ্রামের অ্যাডভোকেট প্রতাপ মণ্ডলের নবনির্মিত ভবনের আঙিনায় এ সমাধি সৌধটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম ফলকের আদলে করা হয়েছে। গোল আকৃতির এ সমাধি সৌধে স্থাপন করেছেন কারুকাজ সংবলিত নিজের দৃষ্টিনন্দন ভাস্কর্য।
জীবিত থেকেও নিজের সমাধি সৌধ কেন তৈরি করেছেন এ নিয়ে তৈরি প্রতাপ মণ্ডল বলেন, এলাকার বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও প্রিয় শিক্ষকদের মৃত্যুর পরে তাদের সমাধি অবহেলায় পড়ে আছে, বিষয়টি তাকে খুব কষ্ট দেয়। যাতে তার মৃত্যুর পর স্বজনরা শেষ ইচ্ছার স্বীকৃতি হিসেবে নিজের নির্মিত সমাধি সৌধে শেষকৃত্য সম্পন্ন করে সেই ইচ্ছা থেকেই তিনি এ সমাধি নির্মাণ করেন। এ ছাড়াও তিনি জীবিত থাকা অবস্থায়ই নিজের অন্নদান অনুষ্ঠান করার ইচ্ছাও পোষণ করেছেন।
এফএইচ